অবতক খবর,২২ মার্চ: আদালতের নির্দেশে উচ্ছেদ করা হবে সড়ক সংলগ্ন তিনটি দোকান৷ পূনর্বাসনের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল তিন দোকানের পরিবার ও বাজারের ব্যবসায়ীরা৷ ঘটনাটি ঘটেছে বাগদা থানার নলডুগারি বাজার এলাকার হেলেঞ্চা দত্তপুলিয়া সড়কে। প্রায় ঘন্টাখানেক অবরোধ চলার পর বাজার কমিটি ও রাস্তায় আটকে পড়া যাত্রীদের অনুরোধে অবরোধ তুলে নেন অবরোধকারীরা।

অবরোধকারীদের বক্তব্য, দোকান গুলির উপর নির্ভর করে তাদের পরিবার বেঁচে আছে৷ উচ্ছেদের পর তারা না খেয়ে মরে যাবেন। পুনর্বাসনের দাবি জানিয়েছেন তারা।

স্থানীয়রা জানিয়েছেন, নলডুগারি বাজারে রতন কুমার বাড়ই এর কাপড়ের দোকান। মানব পান্ডের ঘুগনির দোকান ও বুদ্ধদেব পান্ডের পান-বিড়ির দোকান রয়েছে। ওই তিনটি দোকানের মালিকরা দিন কয়েক আগে দোকান উচ্ছেদের নোটিশ পান। ওয়েস্টবেঙ্গল হাইওয়ে অ্যাক্ট অনুসারে তাদেরকে উচ্চ আদালতের পক্ষ থেকে দোকান উচ্ছেদের নোটিশ পাঠানো হয়।

এ বিষয়ে শিনদ্রানী গ্রাম পঞ্চায়েতের প্রধান সৌমেন ঘোষ বলেন, আমরা কেউ আইন আদালতের বাইরে নয়। যা হচ্ছে আদালতের নির্দেশে হচ্ছে৷ প্রশাসন যদি পুনর্বাসন দেওয়া হবে কি না সে সিদ্ধান্ত ও প্রশাসন দেবে।