অবতক খবর,২৬ সেপ্টেম্বর: পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশে নিয়োগের পরীক্ষা হয় তমলুকের বিভিন্ন কেন্দ্রে। এদিন পূর্ব মেদিনীপুরের তমলুকের নাইকুড়ি ধরনীধর বালিকা বিদ্যালয় ও নাইকুড়ি ঠাকুরদাস ইনস্ট্রিটিউশন সেন্টার পড়ে পুলিশ নিয়োগের পরীক্ষা।
যাঁর ফলে পূর্ব মেদিনীপুর সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলার পরীক্ষার্থীদের ভিড় দেখা যায় দীর্ঘ লাইনে। এমনকি মহিলারাও পিছিয়ে নেই পুলিশে যোগ দেওয়ার জন্য। জেলার বিভিন্ন প্রান্ত থেকে মহিলারা লাইন দেয় রাজ্য পুলিশের পরীক্ষা কেন্দ্রে।
তবে পরীক্ষা কেন্দ্রে ছিল আঁটোসাঁটো ব্যবস্থা। অ্যাডমিড ও আঁধার কার্ড ছাড়া কোনো প্রকার কোনো জিনিস নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকা নিষিদ্ধ। যাঁর ফলে শারীরিক পরীক্ষা করে তবেই পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়ার অনুমতি দেওয়া হয় পরীক্ষার্থীদের।