আজ বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী ঐতিহাসিক নকশালবাড়ি দিবসঃ এগারোজন শহিদের প্রতি শ্রদ্ধা

নকশালবাড়ি
তমাল সাহা

এক)
পাঁচে পঞ্চবাণ
পাঁচ অক্ষরের একটি নাম
পাঁচ অক্ষরের একটি শব্দ–
তার এতো বাড়াবাড়ি!
নকশালবাড়ি! নকশালবাড়ি!

দুই)
ডুয়ার্স-তরাই
অন্ত্যমিলে কি হুবে?
লড়াই! লড়াই!

আরে লড়াই তো হুবে
তা কুথায়, বুল তো তাড়াতাড়ি!
জায়গাটো হুলো
নকশালবাড়ি! নকশালবাড়ি!

তিন)
লড়াই হলে অস্ত্র হবে কি?
তীর! তীর! তীর!
তীর থাকবে কাদের হাতে?
কিষানি নারীরা বীর।

চার)
একটি লড়াইয়ে বিশ্ব তোলপাড়
আটটি নারীর নাম বলো তাড়াতাড়ি।
বুকের রক্ত ঢেলে যায় গড়াগড়ি—
ধনেশ্বরী ফুলমণি গাউদ্রাউ
সেনামতি সুরবালা সামশ্বরী
সীমাশ্বরী নয়নেশ্বরী।

লড়াইটির নাম সোচ্চারে বলো
নকশালবাড়ি! নকশালবাড়ি!