অবতক খবর,৫ জুন,জলপাইগুড়ি,ময়নাগুড়ি: পুলিশের বিরুদ্ধে গাড়ি ভাঙচুরের অভিযোগ ময়নাগুড়িতে। এই অভিযোগে রবিবার সকালে ময়নাগুড়ির রানিরহাট মোড়ে জাতীয় সড়ক অবরোধ করেন কয়েকজন গাড়িচালক। খবর পেয়ে ঘটনাস্থলে যান ময়নাগুড়ি হাইওয়ে ট্রাফিক বিভাগের ওসি হোমেশ্বর পাল ও এসআই মোস্তফা হোসেন। তাঁদের আশ্বাসে প্রায় আধঘণ্টা পর অবরোধ তুলে নেন গাড়িচালকরা। হোমেশ্বরবাবু জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

অবরোধকারীদের অভিযোগ, তাঁরা সকাল ৭টার দিকে খালি গাড়ি নিয়ে ভাড়ার উদ্দেশ্যে ধূপগুড়ি যাচ্ছিলেন। রানিরহাট মোড়ের কাছে তাঁদের আটকে দেয় পুলিশ। সেই সময় এক পুলিশকর্মী লাঠি দিয়ে একটি পিকআপ ভ্যানের সামনের কাচ ভেঙে দেন। সেখানে উপস্থিত চালকরা এর বিরুদ্ধে অভিযোগ করলে পুলিশের ভ্যানটি সেখান থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। চালকদের আরও অভিযোগ, ময়নাগুড়ি থানায় ফোন মারফত বিষয়টি বারবার জানালেও কেউ তাঁদের কথায় সাড়া দেননি। অবশেষে বাধ্য হয়ে রাস্তা অবরোধ করেন চালকরা। ময়নাগুড়ি থানার আইসি তমাল দাসকে একাধিকবার ফোন করা হয়। তবে ফোন না ধরায় তাঁর কোনও প্রতিক্রিয়া মেলেনি।