অবতক খবর , বিজু , বর্ধমান :- পুর্নবাসনের কাজ খতিয়ে দেখতে আসানসোলে এলেন আবাসন দফতরের সচিব ওঙ্কার সিং মীনা। এদিন আসানসোলের কন্যাপুরে পশ্চিম বর্ধমান জেলাশাসকের অফিসে বৈঠকও করেন।

এই বৈঠকে আবাসন দফতরের সচিব ওঙ্কার সিং মীনা ছাড়াও জেলাশাসক পূর্ণেন্দু মাজি সহ প্রশাসনের অনান্য আধিকারিক উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ধসে খতিগ্রস্থ মানুষের জন্য পুর্নবাসনের কাজ চলছে। আসানসোলের বিভিন্ন এলাকায় তাদের জন্য বাড়ি নির্মাণ করা হচ্ছে। এদিন সেই কাজ পরিদর্শন করেন আবাসন দফতরের সচিব ওঙ্কার সিং মীনা।

এর পাশাপাশি বেশ কয়েকটি এলাকাও তিনি পরিদর্শন করেছেন।জানা গিয়েছে নভেম্বর মাসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রশাসনিক বৈঠক করতে এই জেলায় আসবেন।তার আগেই সমস্ত কাজকর্ম খতিয়ে দেখছেন জেলা প্রশাসন।বৈঠক শেষে পশ্চিম বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাজি জানান পুর্নবাসনের কাজ দেখতে আবাসন দফতরের সচিব ওঙ্কার সিং মীনা আসেন। করোনা আবহের মধ্যেও কাজ দ্রুত গতিতে চলছে। নভেম্বরের মধ্যে প্রায় 5 হাজার মানুষকে বাড়ি তুলে দেওয়া হবে।