অবতক খবর,১৬ এপ্রিলঃ ৪০ ঘন্টা পার বড়ঞা বিধায়ক জীবনকৃষ্ণ সহাকে নিয়ে চলছে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। কেন্দ্রীয় সংস্থা সিবিআই এর ।

জিজ্ঞাসাবাদ করার সময় হঠাৎ করে দুটি মোবাইল কিছু নথিপত্র নিয়ে পাঁচিল টপকে দিয়ে পালানোর চেষ্টা করে বড়ঞা বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। তৎক্ষণিক ধরে ফেলে সিআরপিএফ .কিন্তু মোবাইল দুটি পুকুরের মধ্যে ফেলে দেয়। এরপর পুকুর থেকে জল পাম্প দিয়ে দু দিন জল তুলে ফেলা হয় শেষ পর্যন্ত একটি মোবাইল বস্তা বস্তা নথি উদ্ধার করে CBI আধিকারিকরা ।

পাশের একটি জঙ্গল থেকে নতুন পাঁচ টি ব্যাগ পাওয়া গেছে ।একটি জেরক্সের দোকানে হানা দিলে সেখান থেকেও কি নথিপত্র পাওয়া যায়।

কি আছে সেই মোবাইলে। সে রহস্যর ভেদ খুঁজতে সিবিআই তৎপর।

এখন দেখার বড়ঞার বিধায়ক জীবন কৃষ্ণ সাহার গ্রেফতার কি সময়ের অপেক্ষা ।