১২ অক্টোবর’১৯,মমল্লপুরম সমুদ্র সৈকত, দূরে বাংলো বাড়ি। মন্ত্রীমশাই কাগজ কুড়োনো বালিকাটিকে সঙ্গে নিলে স্বচ্ছ অভিযানটি হতো তাড়াতাড়ি।

পাশাপাশি
তমাল সাহা

আমাদের প্রধানমন্ত্রী দুর্দান্ত দারুণ!
কর্মই সেবা– জনগণ জানুন।
পরিবেশ অন্ত তার প্রাণ
মমল্লপুরম সৈকতে তিনি তুড়ন্ত ছুটে যান।

চলে প্লগিং– ভারত সাফাই অভিযান।
নিজে হাতে মাথা নিচু করে
তিনি থলেতে ভরেন প্লাস্টিক পলিথিন।
কত দ্রুত চলে আসে কাছে
আমাদের আচ্ছে দিন!

এসব নাকি গট আপ ছবি—
তার নাকি প্রচার বিজ্ঞাপন।
নিন্দুকেরা ভদ্র হয় কবে?
চিরকালই সন্দেহপ্রবণ!

ওই যে বালিকাটি নোংরা কাগজ কুড়ায়
বস্তাবন্দি করে পানির বোতল।
সেও তো স্বচ্ছ অভিযানে নামে
দুচোখে ছবি তার পেটটি কেবল।

প্রধানমন্ত্রী আর কুড়ানো বালিকা—
দুটো ছবিই আসুন, পাশাপাশি রাখি
চোখ খোলা রেখে স্পষ্ট করে দেখি।
দুজনাই একইভাবে কাঁধে রাখে হাত
দুজনের কাঁধেই একইভাবে ঝোলে থলে।

কোথায় তফাত?

একজনের চোখে স্বপ্ন– নিজের প্রচার।
অন্যজনের চোখে শুধু একমুঠো ভাত।