অবতক খবর,৫ ডিসেম্বর,বাঁকুড়া:- বাঁকুড়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কবরডাঙ্গা  বস্তিতে গত কয়েকদিন ধরে পানীয় জল আসেনি। তার ফলে এলাকার মানুষ নিজেরাই  জল সরবরাহের মেন পাইপ লাইন খুললে পাইপলাইনের  ভেতর থেকে আসতো জ্যান্ত মাছ বড় এবং মরা মাছ বেরিয়ে আসছে। এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছিল এবং পৌরসভা জানিয়েও কোন লাভ হয় নাই। এলাকার মানুষের দাবি দীর্ঘদিন তারা এইভাবে পানীয় জল পান করে যান।

গত কয়েকদিন ধরে বন্ধ ওই এলাকায় জল সরবরাহ ওই পাইপলাইনে অন্য জায়গায় পানীয় জল পড়লেও, কিন্তু ওই এলাকায় বন্ধ। একবার তো এই মাছ পাইপলাইনে প্রবেশ করে জ্যান্ত মাছ, কোথাও বা মরা মাছ পাইপলাইন থেকেই বেরিয়ে আসছে। এলাকার মানুষের দাবী এইসব পানীয় জল খেয়ে তাদের পেটের গোলমাল থেকে আরম্ভ করে বিভিন্ন শরীর খারাপের উপসর্গও পর্যন্ত মাঝেসাজেই দেখা যাচ্ছে। কিন্তু কি করবেন বাধ্য হয়ে এই পানীয় জল তাদেরকে পান করতে হয়। কারণ পৌরসভাকে জানিয়েও কোনো লাভ হয়নি তাদের।