অবতক খবর,১৪ জুন: গত 12 ই জুন পানিহাটির ঐতিহ্যবাহী দন্ড মহোৎসব এর অতিরিক্ত জনসমাগম ও তীব্র দাবদাহে কারণে মৃত্যু হয়েছিল তিনজনের। পূর্ব বর্ধমান পূর্বস্থলীর বাসিন্দা স্বামী-স্ত্রী 68 বছর বয়সী সুভাষ পাল ও 62 বছর বয়সী শুক্লা পাল এবং পূর্ব বর্ধমান পূর্বস্থলীর 73 বছর বয়সী ছায়া দাসের।

মৃত্যুর খবর জানতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মৃত ব্যক্তি পিছু দু’লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেন। সে মতই পানিহাটি পৌরসভার উদ্যোগে মহকুমা শাসক অভ্র অধিকার এর উপস্থিতিতে মুখ্যমন্ত্রীর ঘোষণা মত দু লক্ষ টাকার চেক তুলে দেওয়া হল দুটি পরিবারের সদস্যদের হাতে।

এছাড়াও সংক্ষিপ্ত অনুষ্ঠানে হাজির ছিলেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ,নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক, জগদ্দল এর বিধায়ক সোমনাথ শ্যাম,বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী সহ পৌরসভা পৌর প্রতিনিধিগণ।