অবতক খবর,২০ জানুয়ারিঃ পাকা রাস্তা দাবিতে রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার উদরাইল মোর এলাকায়। জানা গিয়েছে চোপড়া থানার উদরাইল মোর থেকে পূর্ব পামলি গ্রামে যাওয়া প্রায় দেড় কিলোমিটার রাস্তা দীর্ঘ ২০ বছর ধরে রাস্তাটি কাঁচা অবস্থায় রয়েছে। এর আগেও পাকা রাস্তার দাবিতে বিক্ষোভ দেখিয়েছিল গ্রামবাসীরা। তখন প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস পেলেও এখনও পযন্ত কোনো কাজ হয়নি বলে অভিযোগ গ্রাম বাসিদের। তাই বাধ্য হয়ে গ্রামবাসীরা পাকা রাস্তার দাবিতে চোপড়া থানার উদরাইল মোর এলাকায় রাজ্য সড়কের টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুর করে গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি যতক্ষণ পর্যন্ত সঠিক ব্যবস্থা না হচ্ছে তারা রাস্তা অবরোধ চালিয়ে যাবে। রাস্তা অবরোধের জেরে যানবাহন চলাচল ব্যাহত হয়ে পরে।

অন্যদিকে এবিষয়ে চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ আজাহারউদ্দিন কে জিজ্ঞেস করা হলে তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই রাস্তাটি তৈরি জন্য তিস্তার তরফ থেকে কোন অনুমতি দেওয়া হয়নি। তবে এবার সেই রাস্তাটি তৈরির জন্য তিস্তা অনুমতি দিয়েছে। তবে NRGS কাজ বন্ধ থাকার কারণে রাস্তা তৈরি করা সম্ভব হয়নি। টাকা আসলেই প্রথমে ওই রাস্তা তৈরি করা হবে বলে আশ্বাস দেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় চোপড়া থানার পুলিশ।