অবতক খবর,৯ আগস্ট,পূর্ব বর্ধমান:- পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে প্রতিটি জেলায় জেলায় প্রতিটি পৌরসভার অন্তর্গত এলাকাজুড়ে ডেঙ্গু বাহিত মশার হাত থেকে বাঁচতে গাপ্পি মাছ ছাড়া হবে।বর্ধমান পৌরসভার পৌর প্রশাসক অমিত গুহ এবং তাপস মাকড় এদিন বর্ধমান শহরের তিন নম্বর ওয়ার্ড লক্ষ্মীপুর মাঠ এলাকার পুকুর ও নালায় গাপ্পি মাছ ছাড়লেন।

মূলত পৌর প্রশাসক জানান,গাপ্তি মাছ ছাড়ার কারণ হলো,জমা জলে অতিমাত্রায় ডেঙ্গুর লার্ভা জন্মায়,আর এই লার্ভা থেকে ডেঙ্গুর মশা বিস্তার লাভ করে। আর সেই কারণে ডেঙ্গু লার্ভা মারতে এই গাপ্পি মাছ ছাড়া হলো। সোমবার থেকে শুরু হল এই কর্মসূচি। আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করা হলো লক্ষ্মীপুর মাঠ এলাকায় রানা প্রতাপ ক্লাবের সামনে পুকুর থেকে। ৩৫টি ওয়ার্ডের বিভিন্ন জায়গায় নালা ও পুকুরে এই গাপ্পি মাছ ছাড়া হবে বলে জানিয়েছেন পৌরসভার আধিকারিকরা।
সিইও অমিত কুমার গুহ জানান,২ লক্ষ ১০ হাজার গাপ্পি মাছ ছাড়া হবে গোটা বর্ধমান শহরের ৩৫টি ওয়ার্ড জুড়ে।