অবতক খবর , সংবাদদাতা , মুর্শিদাবাদ :- কেন্দ্র বাহিনী আসছে ভালো কথা তবে পশ্চিমবঙ্গে পুলিশের ওপর আস্থা নেই বলেই আগেভাগে কেন্দ্র বাহিনীকে পাঠানো হচ্ছে গত লোকসভা ভোটে বহরমপুরে লোকসভা কেন্দ্রের ২৬৯ তাঁবুতে লুট করেছে তৃণমূল স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের নির্বাচন মানে কি নিরাপত্তা বাহিনীকে ঠিকমতো পরিচালনা করতে হবে।

এখানে ভোট মানে বুথ এর মধ্যে একজনকে বসতে দেওয়া হয় না। তাদের চুপ করে বসে থাকতে বলা হয় ভয় দেখানো হয় এবং লুট করা হয়। পশ্চিমবঙ্গের নির্বাচন সর্বত্র দুর্নীতিতে আছে সাধারণ প্রশাসন পুলিশ প্রশাসন টিএমসির হার্মাদ বাহিনি বিষয়টি কতটা ঠিক রাখতে পারবে কারণ এরা সরকারি যাতে নির্বাচন সুষ্ঠুভাবে হয় মানুষ যাতে তাদের ভোট প্রয়োগ করতে পারে সেটাই নির্বাচন কমিশনের কাছে আবেদন থাকবে বলে জানালেন অধীর রঞ্জন চৌধুরী।