অবতক খবর,৮ নভেম্বর: বহরমপুর কংগ্রেস কার্যালয় সাংবাদিক বৈঠক করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনি জানালেন পশ্চিমবঙ্গে ভোট হয়েছে সেখানে পশ্চিমবঙ্গ মানুষের ধর্মনিরপেক্ষতার জয় হয়েছে মানুষ ভোট দিয়েছে তৃণমূলে জয়লাভ করেছে কংগ্রেস পরাজিত হয়েছে পুনরায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে হবে।

যেভাবে দূর্গা পূজার পর থেকে করণা বেড়ে চলেছে রাজ্য সরকার স্বাস্থ্য বিশেষজ্ঞদের কথা না মেনে পূজা মন্ডপে মন্ডপে ভীর উপচে পড়েছে একদিকে দুর্গা ছবি অপরদিকে দিদির ছবি একদিকে কালীর ছবি অন্যদিকে দিদির ছবি এবং বিবেকানন্দ এখন ভাইপোকে বানানো হয়েছে তাই এ পশ্চিমবঙ্গে যদি স্বাস্থ্য দপ্তর না মেনে রাজ্য সরকার কাজ করে ডেঙ্গুর সংক্রমণ বেড়েই চলবে।

এখন যেমন বাজারে মূল্য বৃদ্ধি আকাশছোঁয়া পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম বাড়িয়েছে কেন্দ্র সরকার একা কেন্দ্রীয় সরকারকে দোষ দিয়ে লাভ হবে না কারণ রাজ্য এই সামগ্রীর ওপর লাভ করে সামনে নির্বাচনকে মাথায় রেখে বিজেপি সরকার জ্বালানির দাম কমেছে ঠিকই কংগ্রেস এই নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে চলছে কেন্দ্র যদি দাম কমায় রাজ্য সেখানে ভ্যাট কম করে দাম কমাতে পারে।