চৈতন্য জনপদ এই সুবিস্তৃত গাঙ্গেয় তীরে, তুমি কোন চেতনা খোঁজো মৃতদের ভিড়ে?
চলো যাই পার্বত্য বৈষ্ণবভূমে এখন মৃতদেহ দেখি অগ্নিদাহ দেখি নির্বিচারে
মানুষ মরে প্রেমতীর্থ মনিপুরে

পরিব্রজন
তমাল সাহা

সকালে হিমাচল থেকে অবতরণ করে
এসেছি উত্তরে গোমতী তীরে
গুজরাট সবরমতী পাড়ি দিয়ে
এখন দ্বিপ্রহরে গাঙ্গেয় তীরে। সূর্য অস্তায়মান সন্ধ্যা ঘনিয়ে আসে
ততক্ষণে পৌঁছে গেছি পার্বত্য মনিপুরে।
বৈষ্ণবপুরী এই জনপদে চৈতন্য কোথায?
আগুন জ্বলে, বারুদ ও গুলির শব্দ শুনি অন্ধকারে।

সারাদিন করেছি পরিভ্রমণ
আমি এক অনন্য শ্রমণ
কাঁধে ভিক্ষার ঝুলি
সারাদিনের হয়নি আহার সংস্থান
এক মুঠো ভাত ও নুন।

এই নাও মাধুকরী
হাড়খণ্ড,খুলি, খুন ও আগুন!