নিজস্ব সংবাদদাতা : অবতক খবর :    নন্দীগ্রাম, চন্ডীপুর, ময়নার পরে এবার পটাশপুর। বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ১ নম্বর ব্লকের বড়হাট গ্রামপঞ্চায়েতের কাটরঙ্গা গ্রামে।ভাঙ্গচুর করা হয় বাড়ির জানালা, দরজা ও বাড়ির তুলসি মন্দির।

বিজেপি নেত্রি মিঠু পন্ডা জানায় এই এলাকায় ভোট পূর্ববর্তী ও ভোটের পরেও তৃণমূলই কর্মীরা লাগাতার প্রতিদিন বোমাবাজি করে সন্ত্রাস ছড়াচ্ছে। এই বিষয়ে আমি প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েও কোনো এখনো পর্যন্ত কোন সমাধান হয়নি। গতকাল রাতে আমাদের বিজেপি কর্মী সত্যজিৎ মাইতির বাড়িতে তৃণমূলের দুষ্কৃতীরা বোমাবাজি করে ও ভাঙচুর চালায়।আমি পুলিশে খবর দিলে পুলিশ উল্টে আমাদেরই কর্মীকে গ্রেপ্তার করে এবং বিজেপি কর্মীর অসুস্থ বাবা-মাকে কোন মহিলা পুলিশ ছাড়াই তুলে নিয়ে যায়।