অবতক খবর,৮ আগস্ট: পঞ্চায়েত সদস্যার নামে নকশা অনুমোদনের বিনিময়ে বড় অঙ্কের ঘুষ নেবার অভিযোগ উঠল। পূর্ব বর্ধমানের বৈকুন্ঠপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের সদস্যা মিতা দাসের বিরুদ্ধে ওই অভিযোগ এনেছেন একজন বাসিন্দা ও তার দলের এক কর্মী। অভিযুক্ত সদস্যা অবশ্য ওই অভিযোগ উড়িয়ে দিয়েছেন।

অভিযোগকারীদের অন্যতম বিজয় সাঁইয়ের জাতীয় সড়কের পাশে ওষুধের দোকান। জাতীয় সড়ক সম্প্রসারণ হবে জেনে তিনি নিজের পাশে রাখা জায়গায় আইন মেনেই নকশা অনুমোদনের আবেদন করেন।

অভিযোগ সেই সময় তার কাছ থেকে প্ল্যান পাশ করাতে চল্লিশ হাজার টাকা ঘুষ নেন মিতাদেবী। যদিও অদ্যাবধি তা পাশ হয়নি।
এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মী মোজাম্মেল শাহের অভিযোগ ওই সদস্যা এভাবেই ঘুষ নিয়ে থাকেন।টাকা দিয়েই বাড়ি বা দোকানের প্ল্যান নিতে হয়। দলের কাছে তার দাবি ওই সদস্যাকে সরিয়ে দেওয়া হোক।
অন্যদিকে মিতাদেবীকে পাওয়া যায়নি কথা বলার জন্য।যদিও ফোনে তিনি বলেন; “আমি বাইরে আছি। এ অভিযোগ মিথ্যা।কোনো প্রমাণ কিছু ছাড়াই অভিযোগ করা হচ্ছে।”
উলটে তার অভিযোগ মোজ্জামেল শাই তোলাবাজ।তিনি বিজয়বাবুকে তুলে নিয়ে দু লক্ষ টাকা চান।তিনিই শিখিয়ে পড়িয়ে এই অভিযোগ করিয়েছেন।