অবতক খবর,২০ ডিসেম্বর : ২০২৪কে লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়ুন, দিল্লিতে বঙ্গ বিজেপির বৈঠকে সুকান্ত-শুভেন্দুদের নির্দেশ জেপি নাড্ডার। একইসঙ্গে পঞ্চায়েত ভোটের প্রস্তুতিতে শান দেওয়ার বার্তাও দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। সূত্রের খবর, সংগঠনকে মজবুত করার পাশাপাশি দ্বন্দ্ব মিটিয়ে একসঙ্গে কাজ করারও বার্তা দেন তিনি। অন্যদিকে চলতি সপ্তাহ থেকেই বাংলাজুড়ে বিডিও অফিস ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছে বঙ্গ বিজেপি। ভোটমুখী বাংলাকে পাখির চোখ করেছে গেরুয়া শিবির। সংসদে অধিবেশন চলছে। সাংসদরা দিল্লিতেই। শুভেন্দু অধিকারীও সোমবারই দিল্লি পৌঁছন। এদিন সাংসদ সুভাষ সরকারের বাড়িতে বৈঠকে বসেছিল বঙ্গ বিজেপি শিবির। ছিলেন জেপি নাড্ডা, বিএল সন্তোষও। সূত্রের খবর, সেই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। সূত্রের খবর, বিজেপির পুরনো নেতা, কর্মীরা বসে গিয়েছে বলে বহুদিন ধরেই দলের অন্দরে শোনা যাচ্ছিল। এদিন নাড্ডার কাছেও এই নালিশ পৌঁছয় বলে সূত্রের দাবি।

গেরুয়া শিবিরের কাছে লোকসভা ভোট ফাইনাল হলে, পঞ্চায়েত ভোট সেমিফাইনাল। বিভিন্ন দুর্নীতির অভিযোগে যখন বিদ্ধ শাসকদল, তারা চেষ্টা করছে স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরতে। তারই মধ্য়ে কোন স্ট্র্যাটেজিতে তৃণমূলকে টক্কর দেবে বিজেপি, তা নিয়ে একপ্রস্থ বৈঠক ।