অবতক খবর,১৭ এপ্রিলঃ পঞ্চায়েত ভোটের আগে শাসনে সিপিএম শিবিরে বড়োসড় ভাঙ্গন ধারালো শাসক দল তৃণমূল কংগ্রেস।

অন্যদিকে সিপিআইএমের দাবি তাদের কোন শক্তিই নেই শাসনে বিক্ষিপ্ত তৃণমূলকেই সিপিএমের নাম করে জয়নিং করিয়েছে শাসক দল প্রচার পাওয়ার জন্য শাসনের কীর্তিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের খড়িবাড়ি এলাকায় সিপিএমের এক সময় শক্ত ঘাঁটি ছিল কীর্তিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের আর সেই খড়িবাড়িতে সিপিএম থেকে তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন প্রায় ৭০০ জন সিপিএম নেতা কর্মী সমর্থকরা ।

হাড়োয়া বিধানসভার বিধায়ক হাজী নুরুল ইসলাম ও বারাসাত দু নম্বর ব্লকের ব্লক সভাপতি সম্ভূ ঘোষের হাত থেকে দলীয় পতাকা তুলে দেয়া হলো সিপিএম নেতা মোহাম্মদ ইসরাইল সহ একাধিক নেতা কর্মী প্রায় 700 জন যোগদান করলেন ফলে একদিকে সিপিএমের যেমন শক্তি ক্ষয় হলো অন্যদিকে শাসকদের শক্তি বৃদ্ধি হল একদা শাসনের সিপিএমের শক্ত ঘাঁটি থেকে।

অন্যদিকে সিপিআইএম নেওয়াতে দাবী সিপিআইএমের খড়িবাড়ি এলাকায় ৭ ০০ কর্মী সমর্থকই নেই তৃণমূলের বিক্ষুব্ধ দুর্নীতিগ্রস্ত নেতারা মানুষকে ভয় দেখানোর জন্য সন্ত্রাস করানোর জন্য তৃণমূল কংগ্রেসের যোগদান করালেন এবং প্রচার পাবারও একটা উদ্দেশ্য তৃণমূল নেতাদের রয়েছে বলে দাবি করেন সিপিএম নেতা শাসনের কীর্তপুর থেকে প্রতিনিধি সুকান্ত দাস।