অবতক খবর,৮ এপ্রিলঃ সামান্য কামারহাটি পুরসভায় কর্মচারীদের সমিতির নির্বাচনে ভোট লুঠের অভিযোগ উঠেছে। যা নিয়ে আজ সকাল থেকেই তোলপাড় হয়ে উঠেছিল কামারহাটি পুরসভা চত্বর। কিন্তু আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ভোট লুঠ করা যাবে না। শাসকদল ভোট লুঠ করার চেষ্টা করলে গ্রামের মানুষজন পাল্টা দেবে।

শনিবার সন্ধেয় ভাটপাড়ায় এক দলীয় অনুষ্ঠানে এসে এমনটাই বললেন উত্তর ২৪ পরগনার সিটুর সম্পাদিকা গার্গী চট্টোপাধ্যায়। এদিন তিনি বলেন, কামারহাটি পুরসভায় কর্মচারীদের গচ্ছিত পাঁচ কোটি লুঠ করার জন্য এদিন শাসকদল ভোট লুঠ করেছে। আজ না হোক, কাল দুর্নীতিতে অভিযুক্ত রাঘববোয়াল ধরা পড়বে বলে এদিন দাবি করলেন সিটু নেত্রী গার্গী চট্টোপাধ্যায়।তিনি আরো বলেন, দুর্নীতি মানেই তৃণমূল।তাই ভোট লুঠ করে বারবার গণতন্ত্র হত্যা করার চেষ্টা করে তারা।