যেমন দেখছি তেমন লিখছি

পঞ্চায়েতি রাজ
তমাল সাহা

১)টাঙ্গি

অনেক দিখাইছ শিয়ালছানা।
ইবার টাঙ্গির ছবি দিখ,
দিখ জব্বর পোস্টার খানা।

ও বাবুর কাকা!
শুন, কুর্মির দেয়াল থাক ফাঁকা।
মুদের ভাইগ্য ফিরাবো মুরাই
হাতে টাঙ্গি, চইলবে লড়াই।

২) ধারা

নদীপারে গিয়ে দেখি স্রোতধারা
জলপ্রপাতের কাছে দেখি জলধারা
বৃষ্টির পরশে পাই বারিধারা।

রে রাষ্ট্র! তুই আমায় কি দিতে পারিস?
দিতে পারি একশো চুয়াল্লিশ ধারা।

৩) উইকেট

পাঁচশো উইকেট বিক্রি হয়ে গেছে ডোমকলে
উইকেট ভেঙে পঞ্চায়েত যাবে কার দখলে?
এবার কারা ভাঙবে উইকেট
জোর খেলা, তারা উইকেড,না কমরেড!

৪) খেলা হবে

খেলা তো হবেই বটে
এই উপত্যকায় কত কী ঘটে!
শোনা যাচ্ছে ক্রিকেটের পরিভাষা
বোল্ড আউট, রিভার্স সুইং।
আক্রমণ শানাতে হবে কোন দিকে
আঁকছে লড়াকুরা যুদ্ধের ড্রয়িং।