অবতক খবর , সম্পা ভট্টাচার্য : মালবাজার (জলপাইগুড়ি) :- বিজেপির মাল টাউন মন্ডল কমিটির প্রাক্তন সভাপতি পঙ্কজ তিওয়ারীর বাড়ির গেটে এক হুমকি পোস্টার লাগানোকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো।

জানা গেছে, শুক্রবার সকালে পঙ্কজবাবু দেখতে পান , তার বাড়ির গেটের পিলারে কেউ বা কারা একটি কাগজে বিজেপি ছাড়ার জন্য অন্যথায় প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।পঙ্কজবাবু এই ব্যাপারে শাসকদলকেই দায়ী করেছেন।

বিষয়টি নিয়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।মাল থানায় জানানো হয়েছে।এই বিষয়ে তৃনমূল কংগ্রেসের মাল টাউন সভাপতি অমিত দে বলেন, এর সঙ্গে শাসকদলের কোন সম্পর্ক নেই।বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব থেকেই এটা হয়েছে।