অবতক খবর,৮ এপ্রিল: নৈহাটি বিধানসভার পলাশি-মাঝিপাড়া এলাকায় মদের ভাটিতে পরে মৃত এক,গুরুতর আরো দুই জন। মৃত ব্যক্তির নাম রঞ্জিত সোরেন(৪০)।

তবে এই ঘটনার জেড়ে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।ঘটনাস্থল ঘিরে রেখেছে জেটিয়া থানার পুলিশ।

এলাকার বাসিন্দাদের অভিযোগ স্থানিয় প্রশাসন এবং পুলিশের মদতেই এই মদের ভাটি চলছে দীর্ঘদিন ধরেই।যদি এই মদের ভাটি না ওঠে তাহলে তারা ভোট দেবে না!মদের ভাটির জন্যই এলাকার পরিবেশ নষ্ঠো হচ্ছে এবং তাদের পরিবারে অশান্তি বাড়ছে।পুলিশের মদতেই এই চুল্লুর ভাটি চলে বলে অভিযোগ ভুক্তভোগী মহিলাদের।
মহিলাদের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় মদ খেয়ে মরলে টাকা দিয়েব খালস!একটা জীবন এর মুল্য টাকা দিয়ে হতে পারে না!! ক্ষোভ এলাকার ভুক্তভোগী মহিলাদের।

তবে ঘটনাস্থলে এসে বিদায়ী সাংসদ অর্জুন সিং সড়াসড়ি পুলিশ কেই দায়ী করেন।এছাড়াও তিনি তার প্রতিদন্দি প্রার্থী পার্থ ভৌমিক কে ও দায়ী করেন এই বেআইনি চুল্লুর ভাটি চলায়।

যদিও পার্থ ভৌমিক এর দাবী পুলিশ বাধা দিয়েছিলো বলেই,ওরা লুকিয়ে ওখানে মদের ভাটি করেছিলো।তবে এই ঘটনা দুর্ভাগ্যজনক।মৃতের পরিবারের পাসে আছেন বলে ও তিনি জানান।