অবতক খবর,৩ জানুয়ারি: নৈহাটি বিধানসভার অন্তর্ভুক্ত শিবদাসপুর গ্ৰাম পঞ্চায়েত অঞ্চলে বেআইনি মাটি মাফিয়াদের মাটির ব্যবসা রমরমিয়ে চলছে। কিন্তু বেশকিছুদিন আগে এই মাটির ব্যবসার জন্যই অঞ্চলের একটি শিশুর মৃত্যু হয়েছিল। তারপর থেকেই শিবদাসপুর অঞ্চলে বন্ধ হয়ে গিয়েছিল মাটি কাটা। কিন্তু আবারও শুরু হয়েছে এই মাটি মাফিয়াদের মাটির ব্যবসা। রাতের অন্ধকারে বড় বড় গাড়ি করে ওই অঞ্চল থেকে পাচার হয়ে যাচ্ছে মাটি। এই শুষ্ক শীতের সময়ে ধুলোয় ভরে যাচ্ছে চারিদিক। যারফলে রাস্তার দুইধারে বসবাসকারী মানুষেরা সমস্যায় পড়ছেন। কিন্তু এ নিয়ে নীরব ভূমিকা পালন করছে নৈহাটি প্রশাসন। তবে ইদানিং এই মাটি মাফিয়ারা নতুন পদ্ধতি অবলম্বন করেছে। এখন তারা ট্র্যাক্টরের মাধ্যমে মাটি পাচার শুরু করেছে।

এই বিষয়টি নিয়ে আমরা যখন পঞ্চায়েত প্রধান অনিমা মন্ডলের সঙ্গে কথা বলি,তখন তিনি বলেন, বিষয়টি নাকি তাঁর নজরেই আসেনি।

এদিকে ক্ষুব্ধ স্থানীয়রা জানাচ্ছেন যে, পঞ্চায়েত প্রধান সবই জানেন এবং এর একটা অংশও তিনি পান।