অবতক খবর,২৪ মার্চঃ ভারতীয় ফুটবলের উন্নতির লক্ষ্যে জুনিয়র খেলোয়াড় তুলে আনতে ডেভোলপমেন্ট ফুটবল লিগ চালু করেছে আই এফ এ। এই লিগ থেকে যেমন ভালো ফুটবলাররা সুযোগ পাবে আই এস এলে খেলার তেমনই উঠে আসবে ভারতীয় ফুটবলে সুনীল ছেত্রীদের পরবর্তী প্রজন্ম। এই ডেভলপমেন্ট ফুটবল লিগে কলকাতার তিন প্রধান সহ অংশ নিয়েছে আই লিগের দল গুলি। এই ডেভলপমেন্ট ফুটবল লিগের আজ গুরুত্বপূর্ণ ম্যাচে নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে মুখোমুখি এটিকে মোহনবাগান ও ইমামী ইস্টবেঙ্গল। জুনিয়র ডার্বি ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে ফুটবল প্রেমীদের মধ্যে। ইতিমধ্যে তিন ম্যাচ জিতে গ্রুপ শীর্ষে আছে ইমামী ইস্টবেঙ্গল। অপরদিকে মহামেডান কে ছয় এক গোলে হারিয়ে লিগ অভিযান শুরু করলেও তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে ইমামী ইস্টবেঙ্গলের নীচে এটিকে মোহনবাগান। তাই গ্রুপ শীর্ষে উঠতে গেলে আজ জিততেই হবে এটিকে মোহনবাগান কে। তার উপর এই প্রথম শহরতলিতে ডার্বি ম্যাচ তাই এই ডার্বি ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে ফুটবল প্রেমীদের মধ্যে।