অবতক খবর,১৩ জুন: রাজ্যে ইতিমধ্যেই গত ১০ইজুন উচ্চমাধ্যমিকের ফলাফল ঘোষণা হয়ে গেছে। নৈহাটি গরিফা বয়েজ হাই স্কুলের আজ পর্যন্ত বেশ কয়েকজন পড়ুয়ার ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছেে। কারণ এখনো পর্যন্ত পরীক্ষার ফলাফল জানতে পারেনি। অথচ ৭২ ঘন্টা অতিক্রান্ত হয়ে যাবার পরও স্কুল কর্তৃপক্ষ লিখিত কোনো আশ্বাস দিতে ব্যর্থ হয়েছে ছাত্রীদের।

পড়ুয়াদের একাংশ তাদের ক্ষোভে একসময় সংশ্লিষ্ট স্কুলের সামনের আর বি সি রোড পথ অবরোধ করে। খবর পেয়ে পুলিশ প্রশাসন ও স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি পার্থপ্রতিম দাস গুপ্ত ছুটি আছে। স্কুলের পড়়ুুয়়া এবং অভিভাবকদের সঙ্গে বৈঠকে বসেন স্কুলের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতিি। পার্থপ্রতিম দাস গুপ্তর পক্ষ থেকে জানানো হয় আগামী ২০শে জুন এই সমস্যার সমাধান হবে।