অবতক খবর,১২ জুন: ১লা জুলাই রথযাত্রা। আর এই রথযাত্রাতেই কার্যত ঢাকে কাঠি পড়ে যায়। শুরু হয়ে যায় পুজোর প্রস্তুতি। তবে এবার রথের আগেই কাঁচরাপাড়া প্রস্তুত পুজোর জন্য। শহরের প্রত্যেক ব্যবসায়ী আসন্ন শারোদৎসবের কথা মাথায় রেখে ব্যবসায় জোর দিয়েছেন। জামাকাপড় থেকে শুরু করে নিত্যনতুন জুতো,প্রসাধনী সামগ্রী সহ পুরুষ, মহিলা এবং শিশুদের যাবতীয় কিছুর রয়েছে বিপুল সম্ভার।

শুধু কি তাই,কাঁচরাপাড়ায় রয়েছে বিভিন্ন নামিদামী রেস্টুরেন্ট। যেখানে রয়েছে সব নতুন নতুন খাবারের খোঁজ।

অন্যদিকে রয়েছে ঘর সাজানোর নিত্যনতুন সামগ্ৰীর নতুন নতুন কালেকশন।

কি নেই এই শহরে! শুধু পুজো কেন, সারাবছরই ক্রেতা সাধারণকে আপন করে নিতে তৈরি থাকেন কাঁচরাপাড়ার ব্যবসায়ী মহল।