অবতক খবর,১৪ আগস্ট: বীজপুরে রমরমা বেআইনিভাবে পুকুর ভরাট করে বিক্রির ব্যবসা।

কাঁচরাপাড়া ২২ নং ওয়ার্ড ক্ষুদিরাম পল্লী অঞ্চলে একের পর এক পুকুর ভরাট হয়ে বিক্রি হয়ে যাচ্ছে। যেই পুকুরে জল দেখতে পাচ্ছে,সেই পুকুরকেই বুজিয়ে দিচ্ছে অনুগামীরা।

এখন আর একটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে, রেষারেষিতে চলছে পুকুর ভরাট।

কেউ একজন একটি পুকুর ভরাট করলে, অপরজন তার সঙ্গে রেষারেষি করে একটির পরিবর্তে তিনটি পুকুর ভরাট করে দেখিয়ে দিচ্ছে যে, ‘তোর থেকে বেশি পুকুর আমি ভরাট করতে পারি।’

ক্ষমতাসীন স্থানীয় নেতৃত্বরা এ বিষয়ে উদাসীনতা দেখাচ্ছেন।
এলাকাবাসীরা জানাচ্ছেন,এ বিষয়ে বারংবার অভিযোগ করেও কোন লাভ হয়নি। যার জেরে অত্যন্ত ক্ষুব্ধ তারা।

তারা বলছেন, যদি এভাবেই একের পরে এক পুকুর ভরাট হতে থাকে তবে এই অঞ্চল রসাতলে যাবে। নষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য। অন্যদিকে বড়োসড়ো অগ্নিকাণ্ড ঘটলে এই অঞ্চলে দমকল ঢোকার উপায় নেই। সেই ক্ষেত্রে পুকুরগুলোই আমাদের ভরসা।

অন্যদিকে যারা এই পুকুরে মাছ চাষ করেন, তারাও বিপাকে পড়েছেন এখন।

মানুষ বলছেন, এরকম যদি চলতে থাকে, আর প্রশাসন ও স্থানীয় নেতৃত্ব যদি ‌ এইরকম উদাসীনতা দেখায় তবে আমরা কার কাছে যাবো? কাকে ভরসা করব?

সেই সকল প্রবীণ নেতারা আমাদের বলছেন যে, আপনাদের পোর্টালে পরিবেশিত এই সংবাদের মাধ্যমে আমরা ঐ সকল নেতাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। যাতে অবিলম্বে পুকুর ভরাটের এই বেআইনী ব্যবসা বন্ধ করা হোক। নেতারা এই বিষয়টিতে নজর দিন, সাধারণ মানুষের কথা একটু ভাবুন।