অবতক খবর,১৭ মে: নাবালক-নাবালিকার বিয়ে বন্ধ ।
“ভরসা” ওয়ান স্টপ সাপোর্ট সেন্টার । পশ্চিমবঙ্গ রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষ। নাবালক-নাবালিকার বিয়ে বন্ধ করলো
” Bhorsha “One Stpo Support Centre, W.B.SLSA.এর
PLV রত্না চক্রবর্তী।

DLSA উত্তর 24 পরগনার Secretary প্রিতমনা নন্দ, হাবিব আজম DCPO উত্তর 24 পরগণা , দত্বপুকুর থানার নীলগঞ্জ ফাঁড়ির ভারপ্রাপ্ত অফিসার মনোজ কুমার দাস ও নারায়নপুর থানার ভারপ্রাপ্ত অফিসার দেবব্রত বিশ্বাস,সকলের যৌথ প্রচেষ্টায় নাবালক ও নাবালিকার বিবাহ বন্ধ করা সম্ভব হলো।ছুটির দিনে দুপুর 3 ঘটিকায় নীলগঞ্জ পঞ্চায়েত এলাকা থেকে ফোন আসে PLV রত্না চক্রবর্তীর কাছে – একটি নাবালিকার বিয়ে হচ্ছে আজই,উনি সাথে সাথে DLSA, DCPO ও দত্তপুকুর থানাকে ফোন করে নীলগঞ্জ ফাড়িতে পৌঁছে যান। সাথে সাথে নীলগঞ্জ ফাঁড়ির অফিসার মনোজ্ বাবু PLV সহ ঘটনাস্থলে পৌঁছে, জানতে পারেন যে মেয়েটি নারায়নপুর থানার অধীনে বসবাস করে।সাথে সাথে ফোন মারফৎ সংবাদ পৌঁছে দেয় নারায়নপুর থানাকে।

এরপর নারায়নপুর থানা সঙ্গে সঙ্গে মেয়েটির বাড়িতে পৌঁছে যায় এবং মেয়েটির বাবা -মাকে বাল্য-বিবাহ আইন সম্পর্কে বোঝায়। এরপর এই মর্মে মুচলেখা নেয় যে তাদের মেয়েকে 18 বছর নাহলে তারা বিয়ে দেবেন না। অন্যদিকে ছেলের বাড়িতে মনোজ বাবু ও রত্না চক্রবর্তী ছেলের অভিভাবকের থেকে মুচলেখা নেন যে তারাও তাদের ছেলের বয়স 21 বছর না হলে বিয়ে দেবেন না। অন্যদিকে বিয়ের কেনা কাটা আনুসঙ্গিক সরঞ্জাম,খাওয়া সহ অতিথি আপ্যায়নের সকল ব্যবস্থা হওয়া সত্বেও এই 20ও17 বছরের নাবালক-নাবালিকার বিয়েটা বন্ধ করা সম্ভব হয়েছে।