অবতক খবর :: শিলিগুড়ি :: ৮মে ::    শুক্রবার রবীন্দ্রজয়ন্তী। আম বাঙালির কাছে পঁচিশে বৈশাখ এক নতুন ভোর। কিন্তু এবারের বৈশাখ বিগত অতীতের তুলনায় অনেকটাই আলাদা। মারণ ভাইরাস করোনা সংক্রমণের জেরে এবার ঘরবন্দি মানুষ। লকডাউনের কারণে অনুষ্ঠানও বাতিল সর্বত্র।
আজ তাই কবিগুরুর ১৫৯ তম জন্মদিন পালন করা হল নীরবতার মাঝেই।

আজ শিলিগুড়ির ১৪নং ওয়ার্ডে কবিগুরুর ছবিতে মাল্যদান করলেন ওয়ার্ড কাউন্সিলার শ্রাবনী দত্ত,ওয়ার্ড সেক্রেটারি বিশ্বময় ঘোষ,প্রেসিডেন্ট পঙ্কজ দত্ত এবং ওয়ার্ডের কর্মীরা।

কেউই লকডাউনের বিধি উপেক্ষা করে আড়ম্বরে মাতেননি, যথাযথ বিধি মেনেই হয় রবীন্দ্র স্মরণ।