অবতক খবর,২৫ মেঃ নির্বাচনের আগেই ডোমকলে উদ্ধার সকেট বোমা। আর ঐ বোমা উদ্ধার ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বৃহষ্পতিবার সকালে ঐ ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের ডোমকলের ডুমুরতলা পশ্চিমপাড়া এলাকায় শিয়ালমারী ঘাটের ধারে। ঘটনায় ঘটনাস্থল ঘিরে রাখে পুলিশ। স্থানীয় সূত্রে জানাগেছে, সকাল সকাল নদীর ধারে ঘোরাঘুরি করে পুলিশ। তারপরেই নদীর ধারে একটি বাগান থেকে একটি বালতি বোঝাই সসকেট বোমা উদ্ধার হয়। তারপরেই বোমাগুলি ঘিরে রাখে পুলিশ।

স্থানীয়দের মধ্যেই জানাযায়, গত কাল বুধবার রাত্রে বোমার ব্যাগ ও আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তাদের স্থানীয়রা দেখতে পেলে গা ঢাকা দেই ঐ দুষ্কৃতীরা। তারপরেই হঠাৎ সকালে বোমা উদ্ধার হয়‌।

ঘটনায় ডোমকল ব্লকের ৮ নং রায়পুর পঞ্চায়েতের কংগ্রেসের অঞ্চল সভাপতি আজিজুল ইসলাম বিরোধীদের দিকেই তোপ দাগেন। বাম এবং কংগ্রেস কর্মীদের বাড়িতে বোমা রেখে ফঁসানোর উদ্দেশ্যে বোমাগুলি রাখার চক্র চালাচ্ছিল বলে অভিযোগ।

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে রাইপুর পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল সভাপতি মিনারুল সেখ। তিনি জানান, ডুমুরতলা এলাকায় কিছু জোটের লোক সাজাচ্ছে।