অবতক খবর,২৫ মেঃ আজ জামাই ষষ্ঠী বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ উৎসব এই জামাইষষ্ঠী। শাশুড়ি মায়েরা জামাই এর মঙ্গল কামনা করে ষষ্ঠী তলায় এই ব্রত পালন করেন। ষষ্ঠী তলায় শাশুড়ি মাতা ,জামাই, মেয়ে নাতি-নাতনিদের নিয়ে এই নিয়ম পালন করেন। নিয়ম পালনের পাশাপাশি জমিয়ে চলে খাওয়া-দাওয়া। তাতে যতই চড়া হোক না কেন মাছ মাংস, জেলার বিভিন্ন বাজারে চড়া আনাজ।

মূল্যবৃদ্ধির আজ যতই পড়ুক আমজনতার পকেটে, জামাইয়ের মঙ্গল কামনায় ষষ্ঠী তলায় আজ শাশুড়ি মাতাদের ভিড় কোন কিছুকে দমিয়ে রাখতে পারেনি। বহরমপুর ষষ্টি তলায় জামাইষষ্ঠীর উৎসব ঘিরে পালন হচ্ছে নানা আচার অনুষ্ঠান।