Arpita Mukherjee, Partha Chatterjee

অবতক খবর: নিয়োগ দুর্নীতি মামলায় গতবছর গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। তাঁর বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে সিবিআই ও ইডি। ইতিমধ্যে সিবিআই নিজেদের হেফাজতে নিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে জেরাও করেছে। তবে নিয়ম অনুযায়ী প্রয়োজন ছিল রাজ্যপালের অনুমতির। এবার সেই অনুমতি দিলেন সিভি আনন্দ বোস।

নিয়ম অনুযায়ী, রাজ্যের কোনও মন্ত্রীর বিরুদ্ধে তদন্তের জন্য বিধানসভার স্পিকারের পাশাপাশি রাজ্যপালের অনুমতির প্রয়োজন পড়ে। কারণ, রাজ্য়পালই শপথ বাক্য পাঠ করান মন্ত্রীদের। সেই কারণে অনুমতি চেয়েছিল সিবিআই। মঙ্গলবার সেই আবেদনই মঞ্জুর করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে গত একবছরে একাধিক চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। গ্রেফতার করা হয়েছে, একাধিক উচ্চপদস্থ প্রশাসনিক আধিক, বিধায়ক, প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি সহ কয়েকজন তৃণমূল নেতাকেও। ধৃতদের জেরা করেই রহস্যের শিকড়ে পৌঁছনোর চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা।

নিয়োগ দুর্নীতি মামলাকে নিয়ে দীর্ঘদিন ধরে তোলপাড় রাজ্যে । ইতিমধ্য়েই সিবিআই ও ইডির জালে ধরা পড়েছেন একাধিক তাবড় তাবড় নেতা। সেই তালিকায় রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।