অবতক খবর , অভিষেক দাস,মালদা:- নিয়মবহির্ভূতভাবে তৈরি হচ্ছে বিজেপি কার্যালয়, এমনই অভিযোগ তুললেন ইংরেজবাজার পৌরসভার প্রশাসক। আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। অভিযোগ অস্বীকার বিজেপির।

বুধবার ইংরেজবাজার পৌরসভার প্রশাসক নিহার রঞ্জন ঘোষ অভিযোগ তুলে বলেন, বিজেপির কার্যালয়ের দ্বিতল এবং তিনতলার কাজ শুরু হয়েছে নিয়মবহির্ভূতভাবে। পৌরসভার কাছে কোনো অনুমতি ছাড়াই ভবনের কাজ শুরু করা হয়েছে বলে অভিযোগ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদি নিয়মবহির্ভূত কাজ হয়ে থাকে তাহলে পৌরসভা আইনি ব্যবস্থা নিবে।

বিজেপির জেলা সহ-সভাপতি অজয় গাঙ্গুলী জানান, পৌরসভার অভিযোগ ভিত্তিহীন। ২০০০ সালে ভবন নির্মাণের কাজ শুরু হয়। ২০০৩ সালে ভবনের এক তলা কার্যালয়ের উদ্বোধন করা হয়।

 

 

সেই সময় ভবনের ৭ তলা পর্যন্ত অনুমতি নেওয়া হয়। তিনি বলেন, বিজেপির দলীয় কার্যালয়ের দিকে চক্রান্ত করে আঙুল তুলছে শাসক দল। তিনি বলেন, শাসক দলের অনেক নেতা নেত্রীর বাড়ি অবৈধভাবে তৈরি হয়েছে, সেই দিকে নজর নেই তাদের।