অবতক খবর,২৮ অক্টোবর: নিম্নমানের কাজের অভিযোগ তুলে রাস্তার কাজ আটকে বিক্ষোভ এলাকাবাসীর। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রামগঞ্জ এলাকায়। স্হানীয় সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে এই রাস্তাটি সংস্কারের দাবি তুলে একাধিক বার আন্দোলন নামেন গাড়ি চালক থেকে স্হানীয় বাসিন্দারা। আন্দোলনের পরে প্রশাসনের আশ্বাসে রাস্তা সংস্কারের কাছ চালু করা হয়। রামগঞ্জ ৩১ নম্বর জাতীয় সড়ক থেকে রামগঞ্জ বাজার পযন্ত প্রায় ২ কিমি রাস্তা মেরামতের কাজ শুরু করা হয়। ঠিকাদার সংস্থার কর্মীরা নিম্নমানের রাস্তার করছিল।

বিষয়টি স্হানীয় বাসিন্দাদের নজরে আসতেই ক্ষোভে পেটে পরেন। রাস্তায় হাত দিতেই মাটি উঠে আসে। ফলে বাধ্য হয়ে কাজ আটকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুর করে স্হানীয় বাসিন্দারা। এবং তাদের দাবি সরকারি নিয়ম মেনে কাজ চালু করা হক এবং রাস্তাটি ভালো ও মজবুত করে বানানো হক এই দাবি তুলেছেন তারা। অন্যদিকে রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়ির পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।