অবতক খবর,১৯ আগস্ট,কাকদ্বীপ: নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র বন্দরে ফেরার সময় ঘটল বিপত্তি।উত্তাল সমুদ্র থাকার কারণে বঙ্গোপসাগরে কেঁদে দ্বীপের কাছে ১৮ জন মৎস্যজিবী নিয়ে উল্টে গেল। এফবি সত্যনারায়ণ নামে একটি ট্রলার। স্থানীয় সূত্রে জানা যায়, নিম্নচাপের জেরে মৎস্য দপ্তরের পক্ষ থেকে গভীর সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

নিষেধাজ্ঞা পাওয়ার পর বন্দরের দিকে ফিরছিল ওই ট্রলারটি। কাকদ্বীপের ১৮ জন মৎস্যজীবী গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। উত্তাল সমুদ্র থাকার কারণে বঙ্গোপসাগরে কেঁদে দ্বীপের কাছে ট্রলারটি উল্টে যায়। কাকদ্বীপ মৎস্যজীবী ইউনিয়নের পক্ষ থেকে মৎস্যজীবীদের উদ্ধাদের জন্য উপকূল রক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। নিখোঁজ মৎস্যজীবীদের খোঁজে ইতিমধ্যে উদ্ধারকার যে নেমে পড়েছে উপকূল রক্ষী বাহিনী।