অবতক খবর, বর্ধমানঃ রূপনারায়ানপুর ফাঁড়ির অন্তর্গত রূপনারায়ানপুর বাজার পাড়ার নিবাসী লীলমণিদাস(৭৫)। সোমবার বিকেলে থেকে নিখোঁজ ছিলেন। তিনি এলাকায় আবর্জনা তোলার কাজ করতেন। মঙ্গলবার সকালে ঘোষ পুকুরে তার মৃতদেহটি ভাসতে দেখা যায়।

সোমবার বিকেলে বাড়িতে কিছু না বলেই তিনি বার হয়েছিলেন। বিকেলে ঘোষ পুকুরে তিনি স্নান করতে গিয়ে ডুবে যান। সকালে প্রতিবেশীরা তার মৃতদেহ ভাসতে দেখে সঙ্গে সঙ্গে রূপনারায়ানপুর ফাঁড়িতে ও পরিবারের সদস্যদের খবর দেন। পুলিশ মৃতদেহ প্রথমে পিঠাকেয়ারী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে দেয়। দেহটিকে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

তার একমাত্র ছেলে ভিকু দাস এর স্ত্রী নমিতা দাস বলেন, সোমবার বিকেলে কিছু না বলে তিনি বার হয়েছিলেন লীলমণিদাস। তিনি এলাকায় আবর্জনা তোলার কাজ করতেন। আমরা রাতভর তাকে খোঁজাখুঁজি করছিলাম, মঙ্গলবার সকালে একটি ছোট মেয়ে এসে বলে ঘোষ পুকুরে তার মৃতদেহ উদ্ধার হয়েছে। তিনি ওইখানে রোজ স্নান করতে যেতেন।