অবতক খবর,২৯ জুলাই,মালদা:- “নিখরচায় লাইন মারুন” মালদা শহরের প্রাণকেন্দ্র রবীন্দ্র এভিনিউ এলাকার রাস্তার ধারেই এরকমই পড়েছে বিশাল বিজ্ঞাপনের হোডিং। কিন্তু কিসের বিজ্ঞাপন। নেই কোন কোম্পানির নাম। নেই কোন বিজ্ঞাপনী বার্তার বিস্তারিত তথ্য। শুধু লাল একটি হোডিং-এর মধ্যেই লেখা ওই শব্দ। আর যাকে ঘিরে শুক্রবার সকাল থেকে তোলপাড় শুরু হয়ে গেছে মালদা শহরে। এই ঘটনায় ইংরেজবাজার পুরসভার উদাসীনতাকে দায়ী করেছে বিভিন্ন মহল।

যদিও এদিকে বিষয়টি জানতে পেরে তড়িঘড়ি ওই বিজ্ঞাপনের হোডিংগুলি খোলার কাজ শুরু করে দেয় ইংরেজবাজার পুরসভা কর্তৃপক্ষ। ইংরেজবাজার পুরসভার বিজ্ঞাপনী বিভাগের দায়িত্বপ্রাপ্ত তথা ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পূজা দাস জানিয়েছেন, রাতের অন্ধকারে কেউবা কারা এই ধরনের বিজ্ঞাপনে আটকিয়েছে।

এক্ষেত্রে পুরসভা থেকে কোনরকম অনুমতি নেওয়া হয় নি। সেগুলি সব খুলে ফেলা হয়েছে। শহরে বসানো সিসি ক্যামেরার ফুটেজ দেখে আমরা এই কাজের সঙ্গে যুক্তদের চিহ্নিত করার চেষ্টা করছি।