অবতক খবর,১৮ জুনঃ  নিকাশি নালা বন্ধ করে দেওয়াল তুলেছে একটি নির্মিয়মান চা -পাতা কোম্পানি। এদিকে প্রবল বর্ষণে জলের তলায় ডুবে আছে চাষযোগ্য জমি। এই বর্ষায় ধান চাষ কি?? করে করবেন এলাকার চাষীরা। চিন্তায় মাথায় হাত তাঁদের। জল জমে নস্ট হয়েছে ধানের চারা। চাষের জমির নোংরা জল প্রবেশ করেছে একাধিক বাড়িতেও।

সবমিলিয়ে ভোগান্তি চরমে। ঘটনাটি কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের রানীরহাট গ্রামপঞ্চায়েতের বানিয়া পাড়া এলাকার। বাসিন্দাদের দাবি, জলনিকাশি ব্যবস্থা বন্ধ করে গায়ের জোরে দেওয়াল তুলেছেন কোম্পানির কর্তারা।

এখন জল জমে ধানের চারা নস্ট হচ্ছে। বর্ষায় ধান চাষ করতেও সমস্যায় পড়বেন এলাকার বাসিন্দারা । ফলে জলনিকাশি ব্যবস্থার দাবিতে শনিবার চাপাতা কোম্পানির সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। এই বিষয়ে কোম্পানির কর্তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় মেখলিগঞ্জ থানার পুলিশ। পুলিশ এসে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে। পরিস্থিতি স্বাভাবিক হয়।