অবতক খবর,২২ আগস্টঃ নারকেলডাঙার ঘটনা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন,একজন গর্ভবতী মহিলার কার্যত গর্ভপাত করানো হয়েছে। শিশু নষ্ট হয়েছে। যত ক্ষমতা চলে যাওয়ার ভয়, তত অত্যাচার বাড়ছে। বিজেপি করার অপরাধে তাকে এই ঘটনার শিকার হতে হয়েছে। বড় বড় নেতারা হুমকি দিচ্ছে, ছাল ছাড়িয়ে নেব।

উপনির্বাচনে অশান্তি প্রসঙ্গে তিনি বলেন,কাউকে থাকতে দেবনা। আমরাই করে খাব। অনুব্রতর মেয়ে একটা নিরীহ ছেলের চাকরি খেয়ে বসে আছে। এগুলো তার বহিঃপ্রকাশ।

নতুন তৃণমূল, নতুন পোস্টার তৃণমূল নামটা মানুষের কাছে বিষের মতো হয়ে আছে। নতুন বা পুরোন, বিষ তো বিষই। লুঠপাট করতে শেখায়। সমাজের দাগীরা আজ নেতা। সিবিআই ইডির ওপর সবার ভরসা। সময় লাগবে। কাজ এগোচ্ছে।

কুনালের পুজোর গান

শিয়াল যখন পাড়ায় ঢুকে যায়, বুঝতে হবে খারাপ সময় আসছে।

সিবিআই নিয়ে দিলীপ বনাম সুকান্তকে জানত অনুব্রতর এতো টাকা। সিবিআই কে বিশ্বাস করেছিলাম। ন্যায় পাইনি। আমরা অধিকার চাই। কুকুর বলেছি। অনেক নেতার কষ্ট হয়েছে। কুকুর বিশ্বস্ত। ডাক্তারবাবু ভয় পেয়েছেন। কুকুর যদি তার বাড়িতে পৌছে যায়। আমরা অতীতেও এর প্রতিবাদ করেছি।