অবতাক খবর, মুর্শিদাবাদ :: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মুর্শিদাবাদ জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিটি ব্লকের মহিলাদের নিয়ে জেলা তৃণমূল পার্টির অফিস থেকে একটি মিছিল বের হয় মিছিলে নেতৃত্ব দেন জেলা তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা জেলা পরিষদের কৃষি কর্মদক্ষ সাহানাজ বেগম।

তিনি বলেন এই মিছিলের মধ্য দিয়ে আমরা কেন্দ্রীয় সরকারকে বলতে চাই যেভাবে দিল্লির দাঙ্গা এবং নিরীহ মানুষের প্রাণ গেছে অবিলম্বে মোদি ও অমিত শাহের পদত্যাগ দাবি জানাচ্ছি। যেভাবে একের পর এক দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার তাকে ধিক্কার জানাই এবং এনআরসি, এনপিআর, সিএ অবিলম্বে বাতিল করা হোক, সাম্প্রদায়িক রাজনীতি কেউ চাই না।

মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সম্প্রীতি বজায় রেখে সকলের সঙ্গে চলাটাই একমাত্র লক্ষ্য। সেই সঙ্গে মহিলা তৃণমূল নেত্রী জেলার বিভিন্ন ব্লক থেকে আসা কর্মীদের সঙ্গে বসন্ত উৎসব পালন করলেন। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আবু তাহের খান, বহরমপুর টাউন কংগ্রেস সভাপতি নাড়ুগোপাল মুখার্জি, অশোক দাস ও তৃণমূলের কর্মী ও সমর্থকরা।