অবতক খবর,মৃন্ময় লাহিড়ী, ৩১ জুলাই, কল্যাণী, নদীয়াঃ নাইট কার্ফুর নজরদারি।
করোনা সংক্রমণ এখনও বেশ উদ্বেগজনক,এখনও সংক্ৰমণের রাশ টানা যায়নি।প্ৰথম ও দ্বিতীয় ঢেউ সামলে মানুষ এখনও আতঙ্কিত তৃতীয়ের জন্য। তারই মধ্যে রাত ৯ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত জারি করা নাইট কার্ফুর উপর কড়াকড়ি নির্দেশ। সেইমত গতকাল অর্থাৎ ৩০শে জুলাই রাতে কল্যাণীর পুলিশ প্ৰশাসন রাত ৯ টার পর নজরদারিতে বেরোয়। এসডিও এবং কল্যাণী থানার আইসিও এই অভিযানে সামিল ছিলেন। রাত ৯ টার পরেও কয়েকটি দোকান ও রেষ্টুরেন্ট খোলা থাকায় সেগুলিকে বন্ধ করানো হয় এবং পরবর্তী দিনে কার্ফু লঙ্ঘন করলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়। রাস্তায় কিছু মানুষকে মাস্ক ছাড়া ঘুরতে দেখলে তাদের মাস্ক পড়ার জন্য বলা হয়। এছাড়াও কার্ফু লঙ্ঘন করার অপরাধে কয়েকজনকে গ্ৰেপ্তার করে কল্যাণী থানার পুলিশ।