অবতক খবর,৩০ জানুয়ারি,নববারাকপুর: পিঠে খেলে পেটে সয়। বাংলার বারো মাসে তেরো পার্বন।পিঠে পুলি উৎসব বা পিঠে পুলি পার্বন। পৌষ মাস শেষ হয়ে গিয়েছে ঠিকই, উৎসবের মেজাজ শেষ হযনি। বাইরে থেকে কোনো বিক্রি নয়। এলাকার মহিলারা নিজ হাতে ভিন্ন পিঠে পুলি পাটিসাপটা তৈরী করে প্রতিযোগিতায় সামিল হয়েছে। উৎসবে। অন্য একটা মাত্রা আছে। উৎসবের মেজাজে সুন্দর সুস্থ প্রতিযোগিতা। জীবনটাও একটা উৎসবের। সবাই মিলে সামিল হয়েছেন মিলন ক্ষেত্রে। মাঝদিয়া থেকে নলেন গুড়ের হাব স্টল দিয়েছে অভিনব ভাবনা। উদ্যোগ কে সাধুবাদ জানাই। উৎসবের মেজাজে থাকবে। বাংলা থাকবে উৎসবে।

রবিবার বিকেলে নববারাকপুর পুরসভার ১৫ও ১৬নং ওয়ার্ড কমিটির উদ্যোগে স্হানীয় পূর্বাচল প্রাঙ্গণে একদিনের পিঠে পার্বন উৎসবে ও প্রতিযোগিতা উপস্থিত থেকে কথা গুলি বলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ।পিঠে পার্বন উৎসবে ঘিরে মহিলাদের হাতে তৈরী ভিন্ন স্বাদের পিঠে ও পাটিশাপটা বানানো উৎসবে মহিলা দের প্রশংসীত করলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও সাংসদ সৌগত রায়।সাংসদ বলেন এটা একটা নতুন ধারনা। পিঠে বানানো প্রতিযোগিতা। প্রশংসনীয় প্রচেষ্টা ।উপস্থিত ছিলেন পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস, স্হানীয় পুর প্রতিনিধি পূজা গুপ্ত, নিখিল মালো সহ তাজ হোটেলের দুই শেফ। মন্ত্রী সাংসদ ৩৫ টি পিঠের স্টল ঘুরে দেখেন। মহিলাদের হাতের তৈরী বাহবা দেন। সফল প্রতিযোগীদের আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। চলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও।