অবতক খবর,৬ এপ্রিল,মলয় দে,নদীয়া:- VASE-19 নামের এক আঁকিয়েদের চিত্র প্রদর্শনী সমাপ্ত হলো আজ। নদীয়ার শান্তিপুর কলাতীর্থে তিন দিন ব্যাপী আয়োজিত চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করে 60 জনেরও বেশি আঁকিয়ে‌। সংগঠনের সম্পাদক সৌমেন মজুমদার জানান, কল্যাণীতে একটি প্রদর্শনীতে এবং পরবর্তীতে অন্যান্য বেশ কিছু জায়গায় গিয়ে নিজেদের মধ্যে গড়ে উঠেছিল সম্পর্ক, তখন থেকেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে নিজেদের মধ্যে আঁকা সম্পর্কিত বিষয় নিয়ে বিভিন্ন মত বিনিময় হতঝ এখন সদস্য সংখ্যা 25 জন।

সম্প্রতি বিশ্ব নারী দিবসে আলপনা প্রতিযোগিতার এবং চিত্র প্রদর্শনীর প্রত্যেককে পুরস্কৃত করা হয়। আজকের শেষ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী তাপস মজুমদার এবং সম্প্রতি নদীয়ার উদয়মান সিনেমা অভিনেতা প্রত্যয় ঘোষ। তাদের সংবর্ধিত করা হয় এই অনুষ্ঠান থেকে, প্রত্যয় তার অভিনীত কুলফি সিনেমা দেখার অনুরোধ জানায় সকলকে, তাপস বাবু বলেন এভাবেই বিভিন্ন প্রদর্শনীতে ছবির মধ্যেই বেঁচে থাকুক শিল্পীরা।