অবতক খবর,১ এপ্রিল: শুক্রবার দুপুরে নদীয়ার শান্তিপুর থানার সাহেব ডাঙ্গা আশ্রমপাড়া এলাকায় নিজের জমি চাষ করতে গিয়ে ট্রাকটার উল্টে মৃত্যু হল একজন কৃষকের। রমেন বিশ্বাস(৬০) নামে একজন চাষী এলাকাতেই তার নিজের জমি চাষ করছিলেন। ট্রাক্টর দিয়ে চাষ করার সময় হঠাৎই তার ট্রাক্টর উল্টে যায়। তিনি জমিতে পড়ে যান। গুরুতর জখম অবস্থায় তাকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়।