অবতক খবর , নদীয়া :     গ্রামীন সম্পদ কর্মীদের পক্ষ থেকে ছয় দফা দাবি দাবা নিয়ে মঙ্গলবার অবস্থান-বিক্ষোভ দেখালেন কৃষ্ণনগর এক নম্বর বিডিও অফিসের সামনে।

মূলত তাদের দাবি, ভি আর পিদের সম্পূর্ণ সোশ্যাল অডিট এর কাজে নিযুক্ত করতে হবে, মাসে ন্যূনতম ১৫০০০ টাকা বেতন সুনিশ্চিত করতে হবে, ২০১৯ সালের লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী মাসিক বেতনের আওতায় আনতে হবে, ভি আর পি দের কাজের নিরাপত্তা ৬২ বছর পর্যন্ত স্থায়ীকরণ করতে হবে, এছাড়াও ভি আর পি কর্মী দের সরকারি কর্মচারী মর্যাদা দিতে হবে, ভিআরপি স্বাস্থ্য সাথী কভিড ১৯ কর্মরতদের জীবন বীমার আওতায় আনতে হবে, এই সকল দাবি-দাওয়া নিয়ে অবস্থান-বিক্ষোভ করে কৃষ্ণনগর ওয়ান ভিডিও অফিসে এছাড়াও একটি লিখিত ডেপুটেশন জমা দেয় তারা।

উপস্থিত ছিলেন ভিআরপি ইউনিয়নের সভাপতি অজয় বিশ্বাস সহ বারোটা পঞ্চায়েতের ১০৮ জন ভিআরপি কর্মীরা।