অবতক খবর , নদীয়া :     চারদিকে যেভাবে করোনা ভাইরাসে সংক্রমণ বাড়ছে মানুষ ততই ভীত আতঙ্কিত হচ্ছে। চাকদহ করোনা ভলেন্টির্য়াসের সদস‍্যরা চাকদহ ব্লকের এপ্রান্ত থেকে ওপ্রান্ত ছুটে যাচ্ছে স‍্যানিটাইজ করবার জন‍্য। তেমনি শিমুরালি জিপির সুতারগাছি স্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকেও অনুরোধ আসে করোনা ভলেন্টির্য়াসের কর্ণধার সৌমিত্র ভট্টাচার্যের কাছে পুরো স্বাস্থ্য কেন্দ্র টি কে স‍্যানিটাইজ করে দেবার জন‍্য।

আজ পুরো স্বাস্থ‍্য কেন্দ্রটি কে স‍্যানেটাইজ করে দেওয়া হয়। পাশাপাশি চাঁদুড়িয়া অঞ্চলে এই মুহূর্তে একটি মাএ অ‍্যাম্বুলেন্স আছে। চালক ইন্তাজ মালিতা খাওয়া ঘুম নেই বর্তমানে অ‍্যাম্বুলেন্স ই ঘর সংসার তার অনুরোধে তার অ‍্যাম্বুলেন্স টি কেউ স‍্যানিটাইজ করে দেয়া হয়।

চালক ইন্তাজের একটায় আক্ষেপ তার পিপিই না থাকার কারনে শ্বাস কষ্ট রুগী দের ঠিক মতোন পরিসেবা দিতে পারছেনা