অবতক খবর,৩ নভেম্বর: স্থানীয় বাসিন্দাদের কাকদ্বীপের মুড়িগঙ্গা নদী পেরিয়ে মূল ভূখণ্ডে আসতে হয়। মুড়িগঙ্গা নদীর নাব্যতা কমতে থাকায় সংকট চরমে বছরের অধিকাংশ সময়
দিনে 4 থেকে 5 ঘন্টা বন্ধ থাকে ভেসেল পরিষেবা।

বিচ্ছিন্ন হয়ে যায় সাগর থেকে কাকদ্বীপের যাতায়াত পরিষেবা।আসন্ন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে গত সেপ্টেম্বরে প্রশাসনিক বৈঠক করেন ডেপুটি ম্যাজিস্ট্রেট পি উল্কা নাথন এবং ওই বৈঠকে মুড়িগঙ্গা নদীতে দ্রুত ড্রেজিং এর নির্দেশ দেন জেলা শাসক
কিন্তু নির্দেশিকা দেওয়ার দেড় মাস অতিক্রান্ত এখনো পর্যন্ত মুড়িগঙ্গা নদীতে শুরু হলো না। ড্রেজিংয়ের কাজ চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা।

এদিন ভেসেল পরিষেবা কয়েক ঘণ্টা বন্ধ ছিলো মুড়িগঙ্গা নদীতে চড়া পড়ে যাওয়ায় দুর্ভোগ বলে জানালেন সাগরের বাসিন্দারা।সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা জানান ইংল্যান্ড ওয়ার্ড সারাবছর ড্রেসিংয়ের জন্য দায়িত্ব দেওয়া হলেও ড্রেজিং না করায় ভোগান্তিতে সাধারণ মানুষের। দ্রুততার তার ব্যবস্থা নেওয়া হবে।