ধৃতরাষ্ট্র
তমাল সাহা

এক)
সঞ্জয়!
মহাভারতে তো ছিল দুই পক্ষ–
পান্ডব ও কুরু।
এখানে এত পক্ষ কেন?
কোথায় শেষ? কোথায় শুরু?

দুই)
সঞ্জয়!
যুদ্ধ মানে জয় পরাজয়।
কুরুক্ষেত্রের পর ছিল না
কোনো প্রতিশোধের পালা
এখানে কেন এত হত্যালীলা?

তিন)
সঞ্জয়!
আমি তো আজন্ম অন্ধ
চোখে নেই কোনো আলোকরন্ধ্র।
এই বিদ্বজ্জনেরা
চোখ থাকতেও কেন জন্মান্ধ
ওরা কি আমার মতো ধৃতরাষ্ট্র?
এরা তো আমার চেয়ে শিক্ষিত
তবে কেন বিবেকহীন? নষ্ট ভ্রষ্ট!

চার)
সঞ্জয়!
ধর্মের নামে যুদ্ধ হয়েছিল।
সেখানে ধর্মের প্রশ্ন ছিল ন্যায় অন্যায়।
এখানে ধর্ম কেন
মন্দির মসজিদের দিকে ধায়!

পাঁচ)
সঞ্জয়!
ছিল তো নিশ্চিত দুর্যোধন দুঃশাসন।
মহাভারতের যুগ তো কেটে গেছে
তবে এখনও কেন দুর্বৃত্তায়ন,
কেন অপশাসন!

ছয়)
সঞ্জয়!
দুঃশাসন করেছিল কৃষ্ণার শ্লীলতাহানি।
এ নিয়ে কত হুল্লোড়,রাজসভায় কানাকানি!
এখন তো পথে প্রান্তরে ঝোপে ঝাড়ে
কত ধর্ষিতা সঙ্গে খুন।
এইবেলা শ্রীকৃষ্ণ কোথায়?
তিনি রক্ষা করুন!

সাত)
সঞ্জয়!
অন্ধ হয়েও আমি দূরদৃষ্ট।
দেখছি দূরে দূরে স্কন্ধাবার
আবার বৈধব্য পুত্রহারা পিতাহারার আর্তনাদ
ডাকো শ্রীকৃষ্ণকে!
বাজাক পাঞ্চজন্য– মাঙ্গলিকনাদ।

আট)
সঞ্জয়!
ওই দূরে জ্বলে কেন গণচিতা?
মহারাজ! এ প্রকৃতির রুদ্ররোষ।
পিতাশ্রী! হিংসা দ্বেষ সব শেষ।
শ্রীকৃষ্ণকে ডাকো!
দেখি কত তার ক্ষমতা
লিখুক আরেকটি গীতা।