অবতক খবর,১৬ মার্চ: বীরভূমের জয়দেব কেন্দুলি হিন্দুধর্মের পীঠস্থান ও পর্যটন কেন্দ্র ঐতিহাসিক পাল ও সেন রাজাদের বহু কর্মকাণ্ড এদিকে ওদিকে ছড়িয়ে রয়েছে জয়দেব কেন্দুলি অঞ্চলে। সাই ঘোষের সঙ্গে লাউসেনের যুদ্ধ সেই লাউসেন তলা অবস্থিত জয়দেব কেন্দুলিতে। ঠিক লাউসেন তলার পাশে অবস্থিত আরণী আশ্রম।

জয়দেবের এই ধন্য ভূমি দেখতে দেশ-বিদেশ থেকে ছুটে আসা পর্যটকরা পাখির মত। আর সেই পাখিদের একমাত্র আশ্রয়স্থল হলো আরুনি আশ্রম। ধামসা মাদল দিয়ে আদিবাসী নৃত্য হয়ে গেল আজ আরুনি আশ্রম এ। ফুলে ফলে ছাড়া প্রাকৃতিক অনাবিল আনন্দ দেওয়ার এই আশ্রম মিশে গেল একাকার ভাবে। ধামসা মাদলের শব্দে আদিবাসীর সেই ঝুমঝুম নিতে এক অনাবিল শব্দ সৃষ্টি করছিল কারণের মধ্যে। তাই দলের দিনে আর উনি শুধু হোলি দোল নয় এখানে মনের যে দোলা মনে যে রং তাকে মাখাতে হলে আর উনি আসতেই হয়।