অবতক খবর,৫ এপ্রিল,মলয় দে,নদীয়া:- ইন্ডিয়ান ন‍্যাশনাল কংগ্রেস ওয়েস্টবেঙ্গল সোশ্যাল মিডিয়ার পেজ থেকে, রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের আইডি থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের মৃত্যুর শোক বার্তা পোস্ট কে স্ক্রিনশট করে প্রতিবাদ জানানো হয়।
মন্ত্রীর এই পোস্টটি নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায়, অথচ সূত্রের খবর অনুযায়ী জানা যায় প্রাক্তন প্রধানমন্ত্রী অসুস্থ হলেও জীবিত আছেন।
মন্ত্রীর ওই পোস্টে লেখা আছে,
প্রেস বিজ্ঞপ্তি

পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এর সোশ্যাল মিডিয়া একাউন্ট থেকে যদি সত্যিই অমন একটা গুজব পোস্ট করা হয়ে থাকে, যা ইতিমধ্যেই বহু মানুষকে বিভ্রান্ত করেছে, তবে , এরাজ্যের মন্ত্রী হিসেবে তিনি কতটা দায়িত্বজ্ঞানহীন তার বলার অপেক্ষা রাখে না।

প্রদেশ কংগ্রেস সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে তাঁর এই পোস্টের চরম নিন্দা করা হচ্ছে, এবং ভবিষ্যতে মন্ত্রী মশাই কে সোশ্যাল মিডিয়া তথা রাজ্যের প্রতি দায়িত্বপূর্ণ হতে অনুরোধ করা হচ্ছে।
শিক্ষকের চাকরির পরীক্ষায় বিস্তর গরমিলের প্রভাব যদি ওনার মস্তিষ্কে পরে থাকে, তবে আমরা ওনার দ্রুত আরোগ্য কামনা করছি।

নিলয় প্রামাণিক
পর্যবেক্ষক

অভিষেক ব্যানার্জী
চেয়ারম্যান


যদিও কোনো প্রোফাইলেরই সত্যাসত্য যাচাই করে নি আমাদের সংবাদমাধ্যম।